হারল আবাহনী, ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

প্রথম পাতা » খেলা » হারল আবাহনী, ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান
শনিবার, ১৭ মে ২০২৫



হারল আবাহনী, ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

আবাহনী হারলে মোহামেডানই আজ চ্যাম্পিয়ন। তাই মোহামেডানের ফুটবলার ও কোচিং স্টাফ আবাহনীর ম্যাচে ছিল নজর। কুমিল্লায় ফর্টিজের কাছে ২-১ গোলে আবাহনী হারার পরই মোহামেডান ক্লাবে শিরোপা উল্লাস হয়৷ বাংলাদেশ পেশাদার লিগে প্রথম শিরোপা আর ঘরোয় ফুটবল লিগে ২০০২ সালের পর৷

আবাহনী আজকের হারের পর ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে আবাহনী জিতলে ও মোহামেডান হারলেও সমস্যা নেই৷ মোহামেডানের ৩৮ পয়েন্ট স্পর্শ করতে পারবে না আবাহনী।

কুমিল্লায় আবাহনী ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে বজ্রপাতের জন্য খেলা স্থগিত ছিল বেশ কয়েক মিনিট। ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ফর্টিজ দশ জন নিয়েও লিড বাড়ায়।

আবাহনী এক গোল পরিশোধ করে খেলায় ফেরার চেষ্টা করলেও ২-১ গোলে শেষ হয় খেলা। কুমিল্লায় শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মোহামেডান ক্লাবে উৎসব শুরু হত।

বাংলাদেশ সময়: ১৯:২৫:৫০   ৪২ বার পঠিত  




খেলা’র আরও খবর


নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম
ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম
শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ



আর্কাইভ