পানির ন্যায্য হিস্যা আদায়ে রাজপথে গণসংহতি আন্দোলন

প্রথম পাতা » ছবি গ্যালারি » পানির ন্যায্য হিস্যা আদায়ে রাজপথে গণসংহতি আন্দোলন
শুক্রবার, ১৬ মে ২০২৫



পানির ন্যায্য হিস্যা আদায়ে রাজপথে গণসংহতি আন্দোলন

পানির ন্যায্য হিস্যা আদায়ে স্লোগান আর বর্ণিল ব্যানার হাতে রাজপথে নেমেছে গণসংহতি আন্দোলন।

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে দলটি, যা মৎস্য ভবনে এসে শেষ হয়।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের আয়োজিত সমাবেশে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট সরকার নিজেদের গদির বদলে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, কিন্তু এদেশের মানুষ সেই গদিই উল্টে দিয়েছে।

এ সময় জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নিজের অবস্থান দুর্বল না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে সংস্কার, বিচার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ বাস্তবায়নেরও দাবি তোলা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫২   ৩৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ভূমি জোনিংয়ের মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে: সিনিয়র সচিব
উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত
বাফার প্রশাসককে অপসারণ করে নির্বাচিত পর্ষদ পুনর্বহালের দাবি



আর্কাইভ