টিসিবি ডিলারদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » টিসিবি ডিলারদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



টিসিবি ডিলারদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টিসিবির ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তিনি বলেন, “একটা পণ্য নিতে চাইলে একটা করেই নিবেন। আমরা দিতে বাধ্য। কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন, আমরা কোম্পানির সাথে কথা বলব। তবে কিছু পণ্যের পরিমাণ কম থাকতে পারে।”

তিনি আরও বলেন, “ট্রাক সেল ন্যায্য মূল্য বলে দাবি করছি। বাজারে সরবরাহ বাড়ানো আমাদের লক্ষ্য। সাধারণ ভোক্তাদের ভর্তুকি মূল্যে বিক্রি নয়, এটা একটি সেবামূলক কার্যক্রম।”

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডিলারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যারা টিসিবির লাইসেন্স নিয়েছেন, জনগণকে সেবা প্রদান করবেন। কম বা বেশি পণ্য সরবরাহের অভিযোগ যেন না আসে। তা নিশ্চিত করতে হবে।”

মতবিনিময় সভায় ডিলাররা পণ্য সরবরাহে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ তুলে ধরেন। তারা জানান, পাম তেল ১২৫ টাকায় দেওয়ার কথা থাকলেও ১৫০ টাকা দামে কিনতে হচ্ছে। এছাড়া ডালের মান নিয়েও অভিযোগ করেন তারা।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও টিসিবির ডিলাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৭   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের বিজয় র‍্যালিতে মানুষের ঢল



আর্কাইভ