
নারায়ণগঞ্জ শহরে যন্ত্রচালিত রিকশা চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার চালকরা সিটি করপোরেশন কার্যালয়ে হামলা চালান। চালকদের ধারালো অস্ত্রের আঘাতে সিটি করপোরেশনের ১২ জন আহত হয়েছেন। এ সময় পাল্টা আক্রমণে তিনজন অটোরিকশার চালকও আহত হন।
সিটি করপোরেশন আঠারো হাজার রিকশার লাইসেন্স নবায়ন করেছিল। এতে উল্লেখ ছিল, কেউ ইচ্ছা করলে এই লাইসেন্সের বিপরীতে পায়ে চালানো রিকশা অথবা মিশুক চালাতে পারবেন। যানজট নিরসনে সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে একটি সভার পর নগরীতে লাইসেন্স দেওয়া অটোরিকশা চলতেও বাধা দেওয়া হচ্ছিল।
চালক সুলতান মিয়া জানান, সিটি করপোরেশন থেকে লাইসেন্স নবায়ন করে নির্দেশনা অনুযায়ী হলুদ রং করে তিনি একটি যন্ত্রচালিত রিকশা কয়েক মাস ধরে চালাচ্ছিলেন। সম্প্রতি তাঁর রিকশা শহরের বিভিন্ন পয়েন্টে আটকে দেওয়া হচ্ছিল। টায়ারে ছিদ্র করে দেওয়া হচ্ছিল। সিটি করপোরেশনের কর্মচারীরা অটোরিকশা আটকের সময় মারধর, গালাগালও করেন। সোমবার সকাল থেকে ৩০-৩৫টি অটোরিকশা আটক করা হয়। প্রতিবাদে শতাধিক চালক সিটি করপোরেশন ঘেরাও করেন। এক পর্যায়ে তাদের সঙ্গে কর্মচারীদের হাতাহাতি শুরু হয়। কর্মচারীরা সিটি করপোরেশনের ভবনের গেট লাগিয়ে দেন। রিকশাচালকরা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার কাজে নিয়োজিত সিটি করপোরেশনের কর্মচারীদের খুঁজে খুঁজে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
সিটি করপোরেশনের যানজট নিরসন কর্মী জান্নাতুল নাঈম শাওন, সম্রাট, একজন নারীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ সময় অটোরিকশার চালকদের বাধা দিতে গেলে কয়েকজন ছাত্রও সামান্য আহত হন। পাল্টা হামলায় তিনজন অটোরিকশার চালক আহত হয়েছেন।
হামলাকারীরা প্রায় দেড় ঘণ্টা ধরে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। এ সময় পুরো নগর ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সিটি করপোরেশনে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
অটোরিকশা শ্রমিকদের নেতৃত্ব দেওয়া শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক বলেন, লাইসেন্স দিয়েও প্রশাসন অটোরিকশা আটকাচ্ছে। চালকদের সঙ্গে অমানবিক আচরণ করছে।
সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ জানান, করপোরেশনের তিন এলাকায় যাদের পুরোনো রিকশার লাইসেন্স ছিল, এর মধ্যে আঠারো হাজার লাইসেন্স নবায়ন করা হয়েছে। শর্ত ছিল যে, কেউ চাইলে এই লাইসেন্সের বিপরীতে পায়ে চলা রিকশা রাখতে পারবে অথবা মেশিনচালিত মিশুক রাখতে পারবে। এই লাইসেন্স ব্যবহার করে ছয় সিটের অটোরিকশা চালাতে পারবে না।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ হামলার নিন্দা জানিয়ে বলেন, বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের ওপর তারা আক্রমণ করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বাংলাদেশ সময়: ২২:৫১:৪১ ১ বার পঠিত