
ভারতের বিমানঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। শনিবার (১০ মে) এক ব্রিফিংয়ে দাবি করেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কর্নেল সোফিয়া কুরেশি দাবি করেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলোর দিকে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে সীমান্ত অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
এসময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, উত্তেজনা সৃষ্টি এবং সংঘাতের জন্য সম্পূর্ণ দায়ী পাকিস্তান। ভারতের প্রতিক্রিয়া ছিল প্রতিরক্ষামূলক ও দায়িত্বশীল।
তিনি আরও বলেন, ‘আমি আগেও বহুবার বলেছি উসকানি ও উত্তেজনা সৃষ্টির মূল উৎস পাকিস্তানের পদক্ষেপগুলো। ভারত শুধু প্রতিরক্ষা করেছে এবং সেই উসকানির জবাবে সংযত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখিয়েছে।’
পাকিস্তানের হামলার কথা স্বীকার করলেও সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথা নাকচ করেছেন বিক্রম মিশ্রি। তিনি বলেন, ‘পাকিস্তান একটি অব্যাহত বিদ্বেষপূর্ণ ভুল তথ্য প্রচারণা চালানোর চেষ্টা করেছে। তাদের এসব মিথ্যা দাবি ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে।’
ভারতের হামলার জবাবে শনিবার ভোরে অপারেশন ‘বুনিয়ান মারসুস’ নামের পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। এই হামলায় ভারতের উদমপুরে অবস্থিত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়ার দাবি করে ইসলামাবাদ।
এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, শুক্রবার ভোররাতে ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে শনিবার ভোরে ভারতের পাঠানকোট, উদমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
বাংলাদেশ সময়: ১৩:৩৩:১০ ৩ বার পঠিত