সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবি!

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবি!
শনিবার, ১০ মে ২০২৫



সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবি!

জালালাবাদ নামে সিলেট বিভাগকে আলাদা প্রদেশ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ব্যানারে এই মানববন্ধন হয়।

প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট বরাবরই সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার। অথচ এ সিলেট বিভাগ দেশের অর্থনীতির চালিকা শক্তি। এ বিভাগের লোকজনের দীর্ঘদিনের দাবি সিলেটকে আলাদাভাবে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন করা।

সিলেটবাসীর এ দাবি দ্রুততার সাথে বাস্তবায়ন করা হোক। নতুবা বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:২৯:৫২   ১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মুস্তাফা জামান আব্বাসী আর নেই
নীলে নীলে মিলে একাকার মিম
ষড়যন্ত্র করে থামাতে পারবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে: হাসনাত
ভারতের ৩২ বিমানবন্দর সাময়িক বন্ধ
রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয় : গয়েশ্বর



আর্কাইভ