শাহরুখকে মেট গালায় চিনলেন না উপস্থাপক!

প্রথম পাতা » ছবি গ্যালারি » শাহরুখকে মেট গালায় চিনলেন না উপস্থাপক!
বুধবার, ৭ মে ২০২৫



শাহরুখকে মেট গালায় চিনলেন না উপস্থাপক!

এই প্রথমবার বিশ্বের অন্যতম আলোচিত এই ফ্যাশন ইভেন্ট মেট গালায় অংশ নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ এবং অভিনেত্রী কিয়ারা আদবানি। তবে গ্ল্যামার আর আভিজাত্যে মোড়া এই অনুষ্ঠানে এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন কিং খান, যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিউইয়র্ক সিটির আইকনিক মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আয়োজিত এই অনুষ্ঠানে অনবদ্য পোশাকে নজর কেড়েছেন শাহরুখ ও দিলজিৎ। লেন্সের সামনে ছিলেন তাঁরা, ছিলেন বিশ্বের প্রথম সারির ডিজাইনার ও সেলিব্রিটিরা। এমন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক ভিডিও, যা বদলে দিল সবকিছুর মেজাজ।

দেখা যায়, রেড কার্পেটে দাঁড়িয়ে এক রেড কার্পেট উপস্থাপককে নিজের পরিচয় দিতে হচ্ছে বলিউড বাদশাকে। আসলে ওই উপস্থাপক নাকি শাহরুখকে চিনতেই পারেননি। সেই কারণে মেট গালার তাৎপর্য সম্পর্কে নিজের বক্তব্য রাখতে যাওয়ার আগে রেড কার্পেটে অভিনেতা নিজের পরিচয় দিয়ে বলেন যে, ‘আমি শাহরুখ।’

শাহরুখকে জিজ্ঞেস করা হয়,’কেমন লাগছে অনুষ্ঠানে এসে?’ এমন প্রশ্ন শুনেও অনেকে আহত হয়েছেন! বলছেন, বোঝা যাচ্ছে শাহরুখকে বলিউডের ছোটখাটো স্টার ভেবেছেন তারা!’ সব্যসাচীকেও জিজ্ঞেস করা হয়, “আপনিই কি আজ রাতের ডিজাইনার?”—একটা প্রশ্নেই স্পষ্ট হয়, তাঁরা জানেন না এই দুই ব্যক্তির আন্তর্জাতিক খ্যাতি কতটা ব্যাপক।

তবে পরিস্থিতি সামাল দেন শাহরুখ। হাসিমুখেই তিনি উত্তর দিয়ে যান প্রতিটি প্রশ্নের। পাশে দাঁড়িয়ে সব্যসাচী বলেন, “এঁকে (শাহরুখকে) যখন হোটেল থেকে বের হতে দেখা যায়, তখনই ভক্তেরা তাঁকে ঘিরে ধরেন। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুরুষদের মধ্যে একজন।” সব্যসাচীর মুখে এই কথা শুনে দেখা যায়, সাংবাদিকেরা দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান।

পুরো বিষয়টিকে একেবারে ভালভাবে নেননি শাহরুখের ভক্তরা। বিশ্বের সবথেকে বড় তারকাদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ, সেই অভিনেতাকে চিনতে না পারার জন্য গ্লোবাল মিডিয়াকে তুলোধনা করেছেন তারা। এক ভক্ত লেখেন, “শাহরুখকে এমনভাবে অপমান করা হলো! হয়তো ও আর আন্তর্জাতিক মঞ্চে পা রাখবেন না।” আরেকজন মন্তব্য করেন, “এই পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক। কথা বলার আগে অন্তত একটু হোমওয়ার্ক করা উচিত ছিল।” আরও একজন লেখেন, “বিশ্বমঞ্চে যখন আপনি প্রশ্ন করবেন, তখন প্রস্তুতি থাকা আবশ্যক। এমন অজ্ঞতা শুধু অশোভন নয়, অপমানজনকও।”

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৪   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ