
ঝালকাঠি বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় এখানকার দালাল চক্র।
ঘণ্টাব্যাপী অভিযানে দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র তল্লাশি করেন। তারা আবেদনকারীদের প্রস্তুতকৃত ড্রাইভিং লাইসেন্স ঘুষ ছাড়াই তিন দিনের মধ্যে সরবরাহের নির্দেশ দেন। অন্যথায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। এ সময় স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেয়া হয়।
অভিযানকালে বিআরটিএ ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন না। তিনি জানান, পিরোজপুরের দায়িত্বে থাকায় সেখানে ছিলেন।
অভিযান পরিচালনা করেন দুদক পিরোজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন।
তিনি বলেন, ‘অভিযানে কিছু অসংগতি পাওয়া গেছে। এসব তিন দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স সরবরাহে সময়ক্ষেপণ এবং ঘুষ গ্রহণের অভিযোগ ছিল। প্রস্তুতকৃত লাইসেন্স যথাসময়ে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৬:৫৮:৩৬ ৩ বার পঠিত