চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম পাতা » চট্রগ্রাম » চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫



চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুই উপজেলার তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেটের সামনে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন সারোয়ার আহমেদ (৩৭)। নিহত সারোয়ার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা এবং ইউনিটেক্স মিলে কর্মরত ছিলেন।

এর আগে, শুক্রবার ভোর ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে ড্রাম ট্রাকের চাপায় মো. রাকিব (১৭) নামে এক কিশোর নিহত হয়।

রাকিব চন্দনাইশ উপজেলার বাসিন্দা। ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক সড়কের পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় আরেক ট্রাকের হেলপার রাকিব ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে, মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হন। বাজার থেকে হাঁটতে গিয়ে রাস্তার পাশে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত কাশেম হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে।

বাংলাদেশ সময়: ১১:১৬:৩৭   ৪৯ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


ভূমিসেবার মান ও পরিমান বৃদ্ধি পেয়েছে - ভূমি উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন ও আলোচনা সভা
রাঙ্গামাটিতে ‘জিপিএ ৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘ডিও লেটার’ প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে মডেল মসজিদ : ধর্ম উপদেষ্টা
প্রতিহিংসার রাজনীতির কবর দিতে আবু সাঈদরা জীবন দিয়েছেন : শিবির সভাপতি



আর্কাইভ