সুনামগঞ্জে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারি » সুনামগঞ্জে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



সুনামগঞ্জে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাড়ে সাতহাজার টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটি।

আজ শুক্রবার (৭ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরতলীর ওয়েজখালিতে বাজার মনিটরিং কমিটির এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান।

বাজার মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা সোয়া ১১ টায় শহরের ওয়েজখালিতে অভিযানকালে প্রভাত স্টোরের মালিক প্রকাশ পালকে দুইহাজার টাকা, মোহাম্মদ আলী ষ্টোরের মালিক মোহাম্মদ আলীকে একহাজার টাকা, মাতৃ ভান্ডারের মালিক অমর পালকে একহাজার টাকা, আমিরউদ্দিন ষ্টোরের মালিক আমির উদ্দিনকে একহাজার টাকা, শের আলী ষ্টোরের মালিক শের আলীকে পাঁচশ’ টাকা, মোরগের দোকানী তাহের মিয়াকে পাঁচশ’ টাকা, স্বপন পোল্ট্রি দোকানের মালিক আব্দুর রহমানকে পাঁচশ’ টাকা ও মা-বাবার দোয়া মাংসের দোকানী শামীম আহমদকে একহাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফয়সল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২২:৩৭   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের বিজয় র‍্যালিতে মানুষের ঢল



আর্কাইভ