নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্যাক্টরিতে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্যাক্টরিতে আগুন
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্যাক্টরিতে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। মঙ্গলবার রাত দেড়টায় সদর উপজেলার লালপুর এলাকায় আল মদিনা ট্রেডার্স নামে একটি পলিথিন তৈরির দানা, কার্টন ও সুতার গোডাউনে লাগা আগুন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

ফ্যাক্টরি মালিক সুমন মিয়া জানান, ফ্যাক্টরি পাশে একটি চায়না প্রজেক্টের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। এর কিছুক্ষণ পর আগুনের স্ফুলিঙ্গ পড়ে ফ্যাক্টরির এক পাশে আগুন লেগে যায়। ভেতরে পলিথিন তৈরির দানা, কাটুন ও সুতা থাকায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া, ফতুল্লা ও পাগলা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও মালিকপক্ষ জানায় ফ্যাক্টরির পাশে একটি প্রজেক্টের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হয়। সেটি থেকে ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত্র হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে।

বাংলাদেশ সময়: ১১:১০:৪২   ৩২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ



আর্কাইভ