বর্ষবরণের মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা চালাল রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » বর্ষবরণের মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা চালাল রাশিয়া
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



বর্ষবরণের মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা চালাল রাশিয়া

বিশ্বজুড়ে নতুন বছরকে স্বাগত জানানোর মধ্যে ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানী কিয়েভে কয়েক দফা ড্রোন নিক্ষেপ করে মস্কো। খবর রয়টার্সের।

ইউক্রেনের বিমান বাহিনী ড্রোন হামলা হতে পারে বলে সতর্ক করার পরই সকালের আকাশ জুড়ে বিস্ফোরণগুলো ছড়িয়ে পড়ে।

এতে অন্তত তিনজন আহত হয়েছে এবং দুটি জেলায় বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশেঙ্কো বলেছেন যে তাদের বিমান প্রতিরক্ষা শত্রুদের আক্রমণ প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।

এছাড়া হামলায় একটি আবাসিক ভবনের দুটি তলা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং পাশের একটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

রাশিয়া তার প্রায় তিন বছরের আগ্রাসনের অংশ হিসেবে ইউক্রেনের শহর ও দূরবর্তী এলাকাগুলোতে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৫   ৭৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
‘আপনারা আরও অনেক কিছু দেখবেন’— ভারতের ওপর শুল্ক চাপিয়ে বললেন ট্রাম্প
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি



আর্কাইভ