আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারি » আল কোরআন ও আল হাদিস
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন

বিসমিল্লাহির রাহমানির রাহিম:

সূরা নিসা, মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪

৭১. আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা হচ্ছে পরস্পর একে অন্যের বন্ধু, তারা সৎ বিষয়ের শিক্ষা দেয় এবং অসৎ বিষয় হতে নিষেধ করে, নামায আদায় করে ও যাকাত প্রদান করে, আর আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ মেনে চলে, এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন, নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমতাবান, প্রজ্ঞাময়।

আল হাদিস
মিথ্যা ও মনগড়া হাদীস বর্ণনার ভয়াবহ পরিণাম
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি জেনে-বুঝে স্বেচ্ছায় আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন তার বাসস্থান দোযখে ঠিক করে নেয়।
(বুখারী-কিতাবুল ইল্ম)

মুগীরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা)-কে বলতে শুনেছি, “আমার উপর মিথ্যা আরোপ করা তোমাদের কারো উপর মিথ্যা আরোপ করার মতো নয়। যে ব্যক্তি স্বেচ্ছায় জেনে-বুঝে আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন তার আবাসস্থল জাহান্নামে ঠিক করে নেয়।“
(বুখারী-কিতাবুল জানায়িয)

বাংলাদেশ সময়: ০:১৯:০৭   ৩২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশের অর্থনীতিতে কৌশলগত খাত ভিত্তিক সহযোগিতা দিতে ডেনমার্ক আগ্রহী
স্বাস্থ্য খাতের উন্নয়ন করলে ভারত যাওয়ার প্রয়োজন নেই: রিজভী
গণমাধ্যমে নারীর অংশগ্রহণের বাধা দূর করার আহ্বান জানিয়েছেন নেপালের ডেপুটি স্পিকার



আর্কাইভ