বুড়ো পোলার্ডের রেকর্ড ফিফটির পরও হারলো তার দল

প্রথম পাতা » খেলা » বুড়ো পোলার্ডের রেকর্ড ফিফটির পরও হারলো তার দল
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



বুড়ো পোলার্ডের রেকর্ড ফিফটির পরও হারলো তার দল

পোলার্ডের বয়স ৩৮ ছাড়িয়েছে। বিভিন্ন লিগে খেলার পাশাপাশি আইপিএলে কোচিংয়ের দায়িত্বটাও সামলান তিনি। সেই বুড়ো পোলার্ড আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন। গড়লেন রেকর্ডও। তবুও হেরেছে তার দল।

বাংলাদেশ সময় রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ১৭ বলে ফিফটি ছুঁয়ে ১৮ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের পোলার্ড। তার দল করে ৫ উইকেটে ১৬৭ রান। তবে সেই লক্ষ্য এক বল ও ৩ উইকেট হাতে রেখেই তুলে নেয় ইমরান তাহিরের দল আমাজন ওয়ারিয়র্স।

১৬তম ওভারে পোলার্ড যখন ক্রিজে যান, ত্রিনবাগো রান রেট তখনও ছয়েরও নিচে। এরপর শুরু হয় পোলার্ড ঝড়। বাকি থাকা ২৭ বল থেকে ৭২ রান করে ত্রিনবাগো। ১৫.৩ ওভারে ৯৫ রানে থাকা দলটি ইনিংস শেষ করে ১৬৭ রানে।

৫টি করে চার ও ছক্কা মারেন পোলার্ড। চলতি লিগে এটি তার তৃতীয় ফিফটি। এক ম্যাচ আগেই সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ২৯ বলে ৬৫ রানের বিধ্বংস ইনিংস খেলেছেন পোলার্ড। এর আগে আগে সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষেও তিনি করেন ২৯ বলে ৬৫ রান।

এছাড়া ৩৮তম জন্মদিনের পর নতুন করে যেন বিধ্বংসী রুপে হাজির হয়েছেন পোলার্ড। গত মে মাসের পর থেকে খেলা ২০ ইনিংসে ৫ ফিফটিতে ১৭৯.৮৮ স্ট্রাইক রেট ও ৫০.৬৬ গড়ে তার সংগ্রহ ৬০৮ রান। যা তার ক্যারিয়ার গড় বা স্ট্রাইক রেটের চেয়েও বেশি।

পোলার্ডের তাণ্ডবের ম্যাচে জিততে পারেনি ত্রিনবাগো। শাই হোপ ৪৬ বলে ৫৩, শিমরন হেটমায়ার ৩০ বলে ৪৯ রান ও ডোয়াইন প্রিটোরিয়াস ১৪ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেললে শেষ ওভারে গিয়ে ৩ উইকেটের জয় পায় গায়ানা।

সিপিএলে ১৩ মৌসুমে পোলার্ডের দ্রুততম ফিফটি এটিই। আগেরটি ছিল এই দলের হয়েই গত বছর সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ১৯ বলে। তবে সিপিএলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি অবশ্য আন্দ্রে রাসেলের। ২০২১ সালে সেন্ট লুসিয়ার বিপক্ষে মাত্র ১৪ বলে ফিফটি হাঁকিয়েছিলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৬:২০:০৪   ৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে টাইগারদের প্রথম বহর
বুড়ো পোলার্ডের রেকর্ড ফিফটির পরও হারলো তার দল
কিউবা আউট, ফাহমিদুল ইন; প্রথমার্ধে সমতা
চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা



আর্কাইভ