এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে টাইগারদের প্রথম বহর

প্রথম পাতা » খেলা » এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে টাইগারদের প্রথম বহর
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে টাইগারদের প্রথম বহর

সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ১১ সেপ্টেম্বর হংকং-এর বিপক্ষে ম্যাচ খেলবে। এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে দুই দফার প্রথম ফ্লাইটে দুবাই যাচ্ছেন লিটন-জাকেররা। বাকিরা ফ্লাইট ধরবেন সন্ধ্যায়।

প্রথম ধাপে সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন ১৩ ক্রিকেটার। বাকিরা অপর ফ্লাইটে দেশ ছাড়বেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ক্রিকেটার, কোচিং স্টাফ ও লজিস্টিক মিলিয়ে ২৯ সদস্যের দল যাচ্ছে এশিয়া কাপ খেলতে। এরপর শুরু হবে লিটন দাসের দলের আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই এবং অনুশীলন।

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেওয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কা কেটে গেছে।

এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যাওয়া বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে। টানা তিনটি টি-২০ সিরিজ জেতা লিটন দাসদের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। যার অর্থ সুপার ফোরে যেতে এই দুই দলের একটিকে বিদায় করতে হবে টাইগারদের।

গ্রুপ ‘এ’ তে পরেছে ভারত, পাকিস্তান ও ওমান। এবারের এশিয়া কাপের মোট ম্যাচ সংখ্যা ১৯টি, যার মধ্যে ১১টিই হবে দুবাইতে। বাকি আটটি আবুধাবিতে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪৪   ২ বার পঠিত  




খেলা’র আরও খবর


এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে টাইগারদের প্রথম বহর
বুড়ো পোলার্ডের রেকর্ড ফিফটির পরও হারলো তার দল
কিউবা আউট, ফাহমিদুল ইন; প্রথমার্ধে সমতা
চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা



আর্কাইভ