শ্রীমঙ্গলে ১৫শতম পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » শ্রীমঙ্গলে ১৫শতম পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন অনুষ্ঠিত
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



শ্রীমঙ্গলে ১৫শতম পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন অনুষ্ঠিত

১৫শ তম পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল শহরের দক্ষিণ মুসলিমবাগ এলাকা থেকে চাঁদের গাড়ি টমটম ও মটর সাইকেল বহরে শত শত আশেকে রাসূল পবিত্র দরুদ শরিফ, হামদ, নাত ও তাকবির এর মধ্যেই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শানে মোবারক র‍্যালি পালিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরের দক্ষিণ মুসলিমবাগ ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির উদ্যোগে এই মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণ মুসলিমবাগ এলাকা থেকে শহর প্রদক্ষিণ শেষ করে আবারো দক্ষিণ মুসলিমবাগে র‍্যালি শেষ হয়। মোবারক র‍্যালি শেষে ঈদে মিলাদুননবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ফাযেল ফজিলত নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ মুসলিমবাগ পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক মুহম্মদ কামাল হুসাইনের সঞ্চালনায় আলোচনা করেন দক্ষিণ মুসলিমবগ এলাকার আশেকে রাসূল মুহাম্মদ আব্দুল মান্নান, বিশিষ্ট মুরুব্বি মুহম্মদ মকসুদ মিয়া, সুইনগর পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক মুহম্মদ আব্দুর রহমান রতন, দক্ষিণ মুসলিমবাগ পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সদস্য সচিব মুহম্মদ নাজমুল হুসাইন প্রমুখ।

বক্তারা বলেন, আজ পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা উনার শুভ আগমনের এই পবিত্রতম দিন আমরা স্মরণ করছি। তিনি ছিলেন, মানবতার মুক্তির দিশারী, শান্তি ও কল্যাণের বার্তাবাহক।
হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তিনি ন্যায়, শান্তি, ভ্রাতৃত্ব, দয়া ও মানবকল্যাণে উনার জীবন ও আদর্শ মোবারক আমাদের চিরকালীন দিশারি।

এই মাহেন্দ্রক্ষণে আমরা সবাইকে আহ্বান জানাই, নবীজির শিক্ষা ও আদর্শের আলোকে শান্তিপূর্ণ সমাজ গড়তে, পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতা প্রতিষ্ঠা করতে।
আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদেরকে রাসূলুল্লাহ’র সুন্নাহর অনুসারী হিসেবে জীবন গড়ার তাওফিক দান করেন এবং দেশ ও জাতিকে কল্যাণ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন।

মোবারক র‍্যালিতে বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন, মুহম্মদ জাহাঙ্গীর হুসেন হিমু মিয়া, মুহম্মদ কবির হুসাইন, মুহম্মদ শাহিন আলম, আব্দুর রহিম গাজি, মুহম্মদ খলিল গাজি, মুহম্মদ নোয়াব আলী, মুহম্মদ চেরাগ আলী, মুহম্মদ রেজান মিয়া, মুহম্মদ ইয়াছিন মিয়া, মুহম্মদ নজরুল মিয়া, মুহম্মদ দেলোয়ার হোসেন, মুহম্মদ গিয়াস উদ্দিন, মুহম্মদ মহররম আলী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পবিত্র মিলাদ শরীফ পাঠ করেন, দক্ষিণ মুসলিমবাগ পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সদস্য শিশু ছাত্র মুহম্মদ কাবির হুসাইন।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, সুইনগর পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক মুহম্মদ আব্দুর রহমান রতন।
বরকতময় তাবারক বিতরণের মাধ্যমে মোবারক র‍্যালির সমাপ্তি ঘোষণা করেন, দক্ষিণ মুসলিমবাগ পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সদস্য সচিব মুহম্মদ নাজমুল হুসাইন।

বাংলাদেশ সময়: ১৭:১৫:১৬   ৬২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


শ্রীমঙ্গলে ১৫শতম পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন অনুষ্ঠিত
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব
প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত বেড়ে ৫



আর্কাইভ