ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বুধবার, ১৫ মে ২০২৪



ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়নগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মো. ইসমাইল (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ১২ টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ শারজাহান রোলিং মিলস খাঁ বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক মো. ইসমাইল নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার রফিকপুরের মুসলিম মিয়ার পুত্র ও শিয়াচর সামাদ মিয়ার বাড়ীর নিচতলার ভাড়াটিয়া।

জানা যায়, নির্মাণাধীন তৃতীয় তলা ভবনটি শিক্ষক বারী বাহাদুর আলী আখনের। বুধবার দুপুরে কাজ করার সময় ভবনটির তৃতীয় তলার ছাদ থেকে পড়ে যায়। সে সময় অপর নির্মাণ শ্রমিকরা তাকে দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, সংবাদ পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১১:৫৪   ৪৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
মহান মে দিবসে রাজধানীতে শ্রমজীবীদের র‌্যালি



আর্কাইভ