নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ উদ্বোধন
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩দিন ব্যাপী জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ শুরু হয়েছে। রবিবার সকালে সকালে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার)।

আনজুমান আরা আকসির এর সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ¦ খবির আহমেদ ও ফারুক বিন ইউসুফ পাপ্পু,অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার,কার্যনির্বাহী সদস্য রোকসানা খবির,মোঃ আসলাম, মাহবুবুল হক উজ্জল, ডা.রাকিবুল ইসলাম শ্যামল, আতাউর রহমান মিলন, মাহবুব হোসেন বিজন, সুমন ভুইয়া, হাজী নুর ইসলাম, রফিকুল হাসান রিপন, আরাফাত আহমেদ রাজিব প্রমুখ।

সুইস লীগ পদ্ধতিতে রেটিং ও নন রেটিং এ চ্যাম্পিয়ণশিপে জেলার প্রায় ৪১ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, খেলাধুলার নিয়মিত চর্চার মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং এর মত সামাজিক ব্যাধি দূর করতে হবে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সবধরনের খেলাধুলা আয়োজনে তার অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান অতিথি।

প্রথম দিনের খেলায় ২ রাউন্ড শেষে পূর্ণ ২ পয়েন্ট শীর্ষে আছেন ক্যান্ডিডেট মাষ্টার আবু হানিফ,মোঃ শামীম, রুবেল হোসেন, হাবিবুর রহমান সোহেল, মেজবাহ উদ্দিন, মো. ওমর ফারুক, মোকছেদ খান, মো. নুরুল আমিন। আগামীকাল সকাল ৯টায় শুরু হবে খেলা।

বাংলাদেশ সময়: ২২:৪৮:০০   ৯২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ