কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৯২০ গ্রাম কোকেন উদ্ধার

প্রথম পাতা » চট্রগ্রাম » কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৯২০ গ্রাম কোকেন উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৯২০ গ্রাম কোকেন উদ্ধার

কক্সবাজারের সদরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯২০ গ্রাম কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে কক্সবাজারগামী বাসে করে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযানে নামে। সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় সন্দেহজনক বাসটি দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। এ সময় বাসটিতে থাকা পাচারকারীরা কৌশলে পালিয়ে যান।

পরে বাসটিতে পাচারকারীর ফেলে যাওয়া একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে পাওয়া যায় ৯২০ গ্রাম কোকেন।

উদ্ধার করা ওই কোকেন বিজিবির ব্যাটালিয়ন দফতরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির ওই অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৫   ৬৩ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম



আর্কাইভ