যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইট ক্লাবে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি করা হয়। ধারণা করা হচ্ছে নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে হাসপাতালের গাড়িটিকে গুলি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আলাবামার বার্মিংহামের একটি নাইটক্লাবে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে।

বার্মিংহাম হাসপাতালের মুখপাত্র জানিয়েছে, সোমবার গভীর রাতে গোলাগুলিতে আহতদের হাসপাতালে নিয়ে আসলে তাদের গাড়ি লক্ষ্য করে আবারো গুলি চালানো হয়। তবে হামলাকারী সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০:৪১:২৯   ৫৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ



আর্কাইভ