চিকিৎসা সেবার আধুনিকায়নে রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারি » চিকিৎসা সেবার আধুনিকায়নে রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫



চিকিৎসা সেবার আধুনিকায়নে রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশের চিকিৎসা সেবার আধুনিকায়নে চীন নানাভাবে সহায়তা করছে। চিকিৎসা সেবায় এআই ও রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছি।

শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে বেল্ট অ্যান্ড রোড হেল্থ হেলথকেয়ার ঢাকা সেন্টারের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত যন্ত্রপাতি দেশেই উৎপাদনের ক্ষেত্রে কাজ করছে বাংলাদেশ। যাতে দেশেই উৎপাদিত হয় এসব যন্ত্রপাতি। চীন থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে এসে পরামর্শ কর্মশালার আয়োজন করতে কাজ করছে বাংলাদেশ।

তিনি বলেন, আমাদের যন্ত্রপাতি নাই। এমআরআই মেশিন নাই। সিটি স্ক্যান মেশিন নাই। কিডনি ডায়ালাইসিসের মেশিন নাই। এসব মেশিন বাইরে থেকে আনতে গেলে ৩-৬ মাস লেগে যায়। তাই আমরা চীনের সঙ্গে কোলাবোরেশান করে দেশেই এসব যন্ত্রপাতি বানানো যায় কিনা তা নিয়ে আলোচনা করেছি। এতে অল্প সময়ে কম দামেই আমরা এসব কিনতে পারবো। সেবাটাও নিশ্চিত করা যাবে। এক্ষেত্রে চট্টগ্রাম ইপিজেডে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।

চীনের ১০ টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল এই প্রদর্শনীতে অংশ নেয়। প্রদর্শনীতে রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা দিতে অনসাইট ও অনলাইন কনসাল্টেশন, ভিসা ইনভাইটেশন লেটার ও প্রসেসিং, অনুবাদ সেবা এবং বিমানবন্দরে পিকআপ সুবিধাসহ বিভিন্ন সহায়তার কথা তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪২:১১   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন
বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদের চীনের কুনমিং হাসপাতাল পরিদর্শন
আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
চিকিৎসা সেবার আধুনিকায়নে রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ
নির্বাচন বানচালে দেশে ‘অনেক গন্ডগোল’ হতে পারে: মেজর হাফিজ



আর্কাইভ