না ফেরার দেশে বলিউড অভিনেত্রী সীমা দেও

প্রথম পাতা » ছবি গ্যালারি » না ফেরার দেশে বলিউড অভিনেত্রী সীমা দেও
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



না ফেরার দেশে বলিউড অভিনেত্রী সীমা দেও

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সীমা দেও। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুসংবাদ নিশ্চিত করেন তার ছেলে নির্মাতা অভিনয় দেও।

তিনি বলেন, ‘পরলোকের উদ্দেশে যাত্রা করেছেন মা। সুস্থই ছিলেন। তিনি আলঝাইমার্সে ভুগছিলেন। এছাড়া অন্য কোনো অসুস্থতা ছিল না তার।’ এর আগে, ২০২০ সালেও মায়ের অসুস্থতা নিয়ে টুইট করে সকলকে তাঁর সুস্থতা কামনা করার আরজি জানিয়েছিলেন তিনি।

‘আনন্দ’, ‘কোরা কাগজ’, ‘কৌশিশ’-এর মতো বহু হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। হিন্দি সিনেমার পাশাপাশি মারাঠি ছবির জগতেও বেশ জনপ্রিয় ছিলেন সীমা দেও। রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের মতো বহু বড় অভিনেতার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী।

গত বছরের ফেব্রুয়ারি মাসেই মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা রমেশ দেও। বছর দেড়েকের মধ্যেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন স্ত্রী সীমা দেও। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যিনি বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। তাদের দুই পুত্রসন্তানও বলিউডের প্রতিষ্ঠিত। পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন অভিনয় দেও। অন্যদিকে অজিঙ্কা দেও নামজাদা অভিনেতা। সীমা দেওয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিপাড়ার।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৮   ৯৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ফরিদপুরের চরভদ্রাসনে কৃতি স্কুল শিক্ষার্থীদেরকে মেধা বৃত্তি প্রদান
নারায়ণগঞ্জে মডেল গ্রুপে ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা
কাতার আমিরের এয়ার এম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া
সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই : টুকু
মহান মে দিবস উপলক্ষ্যে ছায়া সংসদ বিতর্ক : শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা



আর্কাইভ