ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দল ঘোষণা করলো আয়ারল্যান্ড

প্রথম পাতা » খেলা » ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দল ঘোষণা করলো আয়ারল্যান্ড
রবিবার, ৭ মে ২০২৩



ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দল ঘোষণা করলো আয়ারল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের ১৫ সদস্যের দল ঘোষণ করেছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বিশ্রাম দেয়া হয়েছে পেসার জশ লিটলকে। গ্রীষ্মে ব্যস্ত সূচির জন্য বিশ্রাম দেয়া হয়েছে চলমান আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলা লিটলকে।
দলে ফিরেছেন দুই পেসার ক্রেইগ ইয়ং এবং কনর ওলফার্ট। দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক এন্ড্রু বলবির্নি। অভিজ্ঞদের মধ্যে দলে রাখা হয়েছে মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর ও লরকান টাকারকে। দলের একমাত্র জেনুইন স্পিনার হিসেবে আছেন এন্ড্রু ম্যাকব্রিন।
এর আগে ২০১৯ সালে লর্ডসে প্রথমবারের মত টেস্টে মুখোমুখি হয়েছিলো আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। ঐ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৪২ রানের বড় ব্যবধানে হেরেছিলো আইরিশরা।
টেস্ট স্ট্যাটাস পাবার পর এখনও জয়ের মুখ দেখেনি আয়ারল্যান্ড। গত মাসে বাংলাদেশ সফরে একমাত্র টেস্ট ও শ্রীলংকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো আইরিশরা।
আগামী পহেলা জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু করবে আয়ারল্যান্ড। লর্ডস টেস্টের আগে প্রস্তুতি হিসেবে চেমসফোর্ডে ২৬-২৮ মে এসেক্সের বিপক্ষে তিন দিনের প্রথম শ্রেণির ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড টেস্ট দল : এন্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, ফিয়ন হ্যান্ড, গ্রাহাম হিউম, টম মাইস, এন্ড্রু ম্যাকব্রিন, জেমস ম্যাককালাম, পিজে মুর, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫১   ১১৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


এবার শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম



আর্কাইভ