গাজীপুরে সাংবাদিক হত্যা: মাসুদুজ্জামান মাসুদের নিন্দা

প্রথম পাতা » ছবি গ্যালারি » গাজীপুরে সাংবাদিক হত্যা: মাসুদুজ্জামান মাসুদের নিন্দা
শনিবার, ৯ আগস্ট ২০২৫



গাজীপুরে সাংবাদিক হত্যা: মাসুদুজ্জামান মাসুদের নিন্দা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ক্রীড়ানুরাগী ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “সাংবাদিক তুহিনকে জনসমাগমপূর্ণ স্থানে, প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির স্পষ্ট প্রতিচ্ছবি।” তিনি আরও বলেন, এটি কেবল একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং মত প্রকাশের স্বাধীনতার ওপর এক নির্মম আঘাত।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রায়শই বিভিন্ন ঝুঁকিপূর্ণ তথ্য তুলে ধরেন। অথচ বর্তমানে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে এবং সত্যকে দমন করা হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা কঠোরভাবে দমন করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৬   ১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
“কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা বাতিল করে বৈষম্য করেছে আমলারা”
হকারদের জন্য স্থায়ী সমাধান জরুরি: ডিসি
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোতালিব গ্রেপ্তার



আর্কাইভ