
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে র্যাবের অভিযানে গ্রেপ্তার স্বাধীন।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরে পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর কোম্পানি কমান্ডার এ কে এম এ মামুন খান চিশতি।
তিনি জানান, ভিডিও ফুটেজ ও সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তুহিন খুনের ঘটনায় র্যাব একজনকে এবং গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ছয়জনকে গ্রেপ্তার করেছে।
গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, যাতে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখা যায়।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৩ ২ বার পঠিত