জাতীয় সংসদের ঈদ পুনর্মিলনীতে স্পীকারের অংশগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » জাতীয় সংসদের ঈদ পুনর্মিলনীতে স্পীকারের অংশগ্রহণ
শনিবার, ৬ মে ২০২৩



জাতীয় সংসদের ঈদ পুনর্মিলনীতে স্পীকারের অংশগ্রহণ

ঢাকা, ৬ মে, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে পার্লামেন্ট মেম্বার ক্লাবের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

সদ্য বিদায়ী মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ঈদ পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে সপরিবারে উপস্থিত হয়ে এই আয়োজনকে মহিমান্বিত করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপিসহ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, হুইপ মো: আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এবং সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনীতে মমতাজ বেগম এমপি এবং বাপ্পা মজুমদারসহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। স্পীকার এবং তাঁর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন সকল অতিথিদের সাথে অনুষ্ঠানটি উপভোগ করেন।

এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৯   ১৪৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ