মহেশপুর সীমান্তে প্রায় ২ কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারি » মহেশপুর সীমান্তে প্রায় ২ কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক
শুক্রবার, ৫ মে ২০২৩



মহেশপুর সীমান্তে প্রায় ২ কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক

জেলার মহেশপুর সীমান্ত থেকে ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ২০ পিস সোনার বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার জিন্নানগর গ্রামের মৃত চয়েন উদ্দিন মন্ডলের ছেলে নবিছদ্দি মন্ডল (৫৮) ও মৃত সাদির আলী মন্ডলের ছেলে আছানুর মন্ডল (৪৮)।
শুক্রবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মাসুদ জানান, পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা কাজীরবেড় গ্রামের মাঠের মধ্যে অবস্থান নেয়। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মাঠের মধ্যে দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় একই উপজেলার জিন্নানগর গ্রামের আছানুর রহমান ও নবিছদ্দি মন্ডলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের সোনার বারগুলো উদ্ধার করা হয় ।
মামলা দায়ের করার পর তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৫১   ৭৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ