সিলেটে সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: নানক

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিলেটে সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: নানক
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩



সিলেটে সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: নানক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। কিন্তু জনসমর্থন হারানো বিএনপি এই নির্বাচন নিয়ে নাখোশ।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হলরুমে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিটি নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, বিএনপি মুখে যতো যাই বলুক না কেন, এই নির্বাচনে ভিতরে ভিতরে নিজেদের পছন্দের প্রার্থীকে মাঠে রাখতে মরিয়া তারা।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নানক বলেন, ’সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর একটি বিশেষ দুর্বলতা রয়েছে। যে কারণে সিলেটের মাটি ও মানুষের কল্যাণে তিনি বরাবরই আন্তরিকতার পরিচয় দিয়ে গেছেন।’

এছাড়াও সিলেটকে সব ধরনের অপশক্তি থেকে রক্ষায় এবার দলীয় নেতাকর্মীদের নির্বাচন যুদ্ধে মাঠে নামার আহ্বান জানান তিনি।

হুঁশিয়ারি উচ্চারণ করে এসময় জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, দলে খন্দকার মোশতাকের অনুসারী যেমন রয়েছে, তেমনি মুজিবাদর্শের লড়াকু এবং ত্যাগী কর্মীরাও রয়েছেন। মোস্তাক বাহিনীর বিরুদ্ধে ভোটকেন্দ্রগুলোতে সজাগ দৃষ্টি থাকবে আওয়ামী লীগের।

বাংলাদেশ সময়: ২৩:১৬:১৪   ১১১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকার অঙ্গীকার নেপালের
প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আসাবুর বাহিনীর দুই সদস্য আটক
ফেব্রুয়ারিতেই ভোট, প্রস্তুতি নিচ্ছে ইসি : সিইসি



আর্কাইভ