নারায়ণগঞ্জে বিক্রেতাহীন ‘সততা স্টোর’ চালু করল দুদক

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জে বিক্রেতাহীন ‘সততা স্টোর’ চালু করল দুদক
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে বিক্রেতাহীন ‘সততা স্টোর’ চালু করল দুদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুদকের সহযোগীতায় গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয় বিক্রেতাহীন ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা দুদকের উপ-পরিচালক নিয়ামুল আহসান গাজী।

দোকানে সারি সারি করে খাতা, কলম, ঝাল মুড়িসহ নানা খাবার থাকবে। প্রতিটি পণ্যেরর সাথে মূল্য তালিকা দেওয়া থাকবে।
কিন্তু দোকানটিতে থাকবে না কোনো বিক্রেতা। শিক্ষার্থীদের যার যা পণ্য লাগবে পণ্যটি নিয়ে নিজেরা টাকা বক্সে ফেলে রেখে দেবে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দুদকের সহকারী পরিচালক তুষার আহমেদ তুষার আহমেদ, গেজেটভুক্ত সমাজসেবক মোজাম্মেল হক ভূঁইয়া, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, গন্ধর্রবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ সাহা, সাংবাদিক এসএম শাহাদাত, আতাউর রহমান সানী, তুষার মাকসুদুল, সাজেদুর রহমানসহ আরো অনেকে।

এ সময় নিয়ামুল আহসান গাজী বলেন, শিক্ষার্থীরা সততা স্টোরের মাধ্যমে ছোটবেলা থেকেই সততা সম্পর্কে তাদের হাতেখড়ি হবে।
তারাই একসময় দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রত্যয়ী হবে।

এ সময় বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আব্দুল আলীম বলেন, দুদকের সহযোগিতায় সততা স্টোর চালু খুব ভালো উদ্যোগ। পর্যায়ক্রমে দেশের আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হবে। যেখানে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া শিখবে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৫৯   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
পেশাদার গাড়িচালক-হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান
একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: ডা. রফিক
নতুন নীতিমালায় স্টারলিংক লাইসেন্স সুবিধা, দুর্গম অঞ্চলে সেবা সম্প্রসারণের উদ্যোগ
চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার: কৃষি সচিব



আর্কাইভ