গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

প্রথম পাতা » ছবি গ্যালারি » গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

এ বছর গোপালগঞ্জে এক হাজার ২৮৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫৩টি, মুকসুদপুরে ২৯৮টি, কাশিয়ানীতে ২২৪টি, কোটালীপাড়ায় ৩২১টি এবং টুঙ্গিপাড়ায় ৯০টি।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলকসভায় এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
তিনি আরো জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রশাসন পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে, এক হাজার ৭৭টি ঝুঁকিপূর্ণ মন্দিরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়া, জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে।

জেলা প্রশাসক বলেন, পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানো, প্রতিমা তৈরির সময় নিরাপত্তা, বিসর্জনের স্থান ও সময়ের নিরাপত্তা, সড়কের নিরাপত্তা, মাদকের ব্যবহার সীমিতকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ এবং নারীর শ্লীলতাহানি প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হবে। এছাড়া পূজামণ্ডপে অতিরিক্ত বা অপরিচিতদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং স্থানীয় মণ্ডপের সদস্যদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে।

সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভিন, গোপালগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর জুভেন ওয়াহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্রনাথ সরকার বক্তব্য দেন।

এসময় এনএসআই, র‌্যাব, আনসার, পিডিবি, ওজিপাডিকো, পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পূজামণ্ডপের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরো জানান, আগামী সপ্তাহের মধ্যে প্রত্যেক উপজেলার পূজা কমিটির সদস্যদের নিয়ে আরো একটি প্রস্তুতিমূলক সভা হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজোর মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৪   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
পেশাদার গাড়িচালক-হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান
একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: ডা. রফিক
নতুন নীতিমালায় স্টারলিংক লাইসেন্স সুবিধা, দুর্গম অঞ্চলে সেবা সম্প্রসারণের উদ্যোগ
চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার: কৃষি সচিব



আর্কাইভ