মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘বিডি অ্যাক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট’-এর শিরোপা জিতেছে পেনাং গ্ল্যাডিয়েটর। সোমবার (১ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ইউকেএম ক্রিকেট ওভালে শ্বাসরুদ্ধকর ফাইনালে পুত্রাজায়া ক্রিকেট দলকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।
এদিন আগে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেনাং গ্ল্যাডিয়েটর। ব্যাট হাতে ঝড় তোলেন পেনাং-এর ব্যাটসম্যান রায়হান হোসেন, খেলেন ১৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস।
বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে মাত্র ১২.৪ ওভারেই ১২৪ রানে গুটিয়ে যায় পুত্রাজায়া ক্রিকেট টিম। দলের পক্ষে ২৫ বলে ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেন সজীব খান, তবে জয়ের জন্য তার এই ইনিংসি যথেষ্ট ছিল না।
বল হাতেও দাপট দেখিয়েছেন পেনাং গ্ল্যাডিয়েটরের বোলাররা। ৩ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মারুফ মুক্তাদির।
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন রায়হান হোসেন। পুরো টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছেন এই ক্রিকেটার। যার কারণে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন রায়হান।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিনসহ মালয়েশিয়া ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেনন্টের আয়োজক সংস্থা বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসের সভাপতি মো. সাইফুদ্দিন, সহ-সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, আব্দুল মোবিন ভুঁইয়া, সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক আলী আজগর মিলন, টুর্নামেন্টের পরিচালক মো. হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালক জুবায়ের রহমান, ইকবাল হোসেন ও শাহজাহান আলম। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করে বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিস।
বাংলাদেশ সময়: ১৭:১৫:৩১ ৮ বার পঠিত