বাকৃবিতে ছয় দফা দাবিতে আন্দোলনকারীদের তালাবদ্ধ কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাকৃবিতে ছয় দফা দাবিতে আন্দোলনকারীদের তালাবদ্ধ কর্মসূচি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



বাকৃবিতে ছয় দফা দাবিতে আন্দোলনকারীদের তালাবদ্ধ কর্মসূচি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ভবন এবং টিএসসি সংলগ্ন পূবালী ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তারা তালাবদ্ধ করেন। এর আগে বেলা ১১টায় তারা রেললাইন অবরোধ করেন।

তালা ঝুলিয়ে দেয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের এ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য। যতদিন না ছয় দফা দাবি মেনে নেয়া হচ্ছে, ততদিন এই ভবনগুলো তালাবদ্ধ থাকবে।’

বাকৃবির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন চাকরি শেষে অবসরে যান। তারা নিয়মিতভাবে পেনশন পান। তাদের পেনশনের টাকা, বিশ্ববিদ্যালয়ের কৃষি খামার ও ফার্মের কর্মচারীদের বেতনসহ নানা খাতে অর্থ ব্যয় হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগের গবেষণার কাজে ২৪ ঘণ্টা অর্থনৈতিক সহায়তা দিতে হয়। অর্থাৎ অর্থ সেকশনের দায়িত্ব অন্যান্য ১০টি সেকশনের মতো নয়। যদি পেনশনভোগীরা বেতন না পান, তাহলে তাদের কী পরিস্থিতি হবে তা সহজেই অনুমেয়।’

বাংলাদেশ সময়: ১৬:৫৭:২৯   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আসিয়ান এমপিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা দিলেন মাসুদুজ্জামান
বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
রাঙ্গামাটি এটিআই ছাত্র-ছাত্রীদের আট দাবিতে পূণরায় স্মারকলিপি প্রদান
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে



আর্কাইভ