সৌদি প্রো লিগে স্মরণীয় এক অভিষেক হলো পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক তুলে নিলেন তিনি। গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদোও।
তাতে মৌসুমের প্রথম ম্যাচে শুক্রবার (২৯ আগস্ট) রাতে আল তাউনকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসর। দলের হয়ে অন্য গোলটি করেছেন কিংসলে কোম্যান।
বড় জয়ে নতুন মৌসুম শুরু করলো আল নাসর। শক্তিশালী আক্রমণ ভাগ নিয়ে আল তাউনের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য করে খেলেছে রোনালদোরা। ৬০ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নিয়ে ১০টি গোলমুখে রেখেছিল জর্জ জেসুসের শিষ্যরা। এদিন সৌদি প্রো লিগে অভিষেক হয়েছে ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড ফেলিক্সের। চেলসি থেকে ক্লাবটিতে যোগ দেওয়ার পর অবশ্য এটি তার তৃতীয় ম্যাচ ছিল। আগের দুই ম্যাচ খেলেছেন সৌদি সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনালে। এর মধ্যে সেমিতে একটি গোলও করেছিলেন তিনি।
তবে প্রো লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই পেলেন ৩ গোলের দেখা। এদিন ম্যাচের সপ্তম মিনিটেই দলকে লিড এনে দেন জোয়াও ফেলিক্স। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ফেলিক্সের উদ্দেশে পাস দেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। পর্তুগিজ ফরোয়ার্ড বাঁ পায়ের নিঁখুত শটে জাল খুঁজে নেন। প্রথমার্ধের বাকিটা সময়ে ফেলিক্স, রোনালদো, কিংসলে কোম্যান ও সাদিও মানেরা একাধিক শট নিলেও আর দলকে গোল এনে দিতে পারেননি।
৫৪তম মিনিটে সফল স্পটকিকে গোলের ব্যবধান বাড়ান রোনালদো। বক্সে নাওয়াফ বুশালের নেয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পেয়েছিল আল নাসর। হাজার গোলের মাইলফলকের দিকে ছোটা রোনালদোর পেশাদার ক্যারিয়ারে এটি ৯৪০তম গোল। পরের মিনিটে অবিশ্বাস্য এক গোলে ব্যবধান ৩-০ করেন কোম্যান। গোলরক্ষক নাওয়াফ আলাকিদির লম্বা শট একবার লাফিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে প্রবেশ করে। বল মাটিতে পড়ার আগেই হেডে তাউনের গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।
৬৭তম মিনিটে সাদিও মানের পাস দখলে নিয়ে বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে জালে পাঠান ফেলিক্স। ১৯ মিনিট পর হ্যাটট্রিকও তুলে নেন এ পর্তুগিজ। বাঁ প্রান্ত বক্সে ঢুকে গোলের উদ্দেশে শট নিয়েছিলেন রোনালদো। সেটি তাউনের এক ডিফেন্ডারের শরীর স্পর্শ করে বারে লেগে ফিরে আসে। পেয়ে যান গোলমুখে দাঁড়িয়ে থাকা ফেলিক্স। আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন তিনি। অভিষেকেই হ্যাটট্রিক তুলে নেয়ার পাশাপাশি দলকেও এনে দেন ৫-০ গোলের বড় জয়।
বাংলাদেশ সময়: ১২:১৫:৫৪ ৬ বার পঠিত