
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার পৌর এলাকার একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ মেহেরাব হোসেন (৩১) নামের একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৬:২০ থেকে ৯:৩০ মিনিট পর্যন্ত জামালপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের স্টেশন রোডের (উদয়ন একাডেমি সংলগ্ন) একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। এসময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাড়িটি থেকে মোঃ মেহেরাব হোসেনকে আটক করে। পরে তার বাড়ি তল্লাশি করে বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল গুলো হলো - ১০টি গুলিসহ ১টি এয়ারগান, ২টি চাইনিজ কুড়াল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ৪টি ওয়াকিটকি, ৪টি ছুরি, ১টি তলোয়ার, ২টি বাইনোকুলার, ১টি অস্ত্রের বাইনোকুলার, ১টি বেসবল স্টিক, ১টি স্টিল লাঠি, ৩টি মাল্টি টুলস, ১টি পাঞ্চিং টুলস, ১টি ওয়াকিটকি চার্জার, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৩টি বাটন মোবাইল, ১টি ল্যাপটপ।
অভিযান শেষে আটক মেহেরাব হোসেনকে উদ্ধারকৃত মালামালসহ জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, একই অভিযানে মোঃ ফজলুল করিমের বাড়িতে অনুমোদনহীন হোমমেইড পণ্য পাওয়া গেছে। তার বাড়ির তৃতীয় তলায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ডিস ওয়াশার, লিকুইড হ্যান্ড ওয়াশার, দাঁতের মাজন এবং ভ্যাসলিন (ছোট) উদ্ধার করা হয়।
জানা গেছে, ফজলুল করিম পরীক্ষামূলকভাবে এই পণ্যগুলো উৎপাদন শুরু করেছিলেন। তবে এখন পর্যন্ত তিনি কোনো সরকারি অনুমোদন পাননি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮:২২:১৪ ৬ বার পঠিত