মৌসুমে প্রথম জয়ের খোঁজে বার্নলির মুখোমুখি ইউনাইটেড

প্রথম পাতা » খেলা » মৌসুমে প্রথম জয়ের খোঁজে বার্নলির মুখোমুখি ইউনাইটেড
শনিবার, ৩০ আগস্ট ২০২৫



মৌসুমে প্রথম জয়ের খোঁজে বার্নলির মুখোমুখি ইউনাইটেড

মৌসুমে প্রথম জয়ের খোঁজে মাঠে নামতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (৩০ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে বার্নলির বিপক্ষে লড়বে রেড ডেভিলরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এদিকে, বিকেল সাড়ে ৫টায় ফুলহ্যামের মুখোমুখি হবে চেলসি। আর বুন্দেস লিগায় রাত সাড়ে ১০টায় বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ অগসবুর্গ।

চাকরি নিয়ে টানাটানি। চোখেমুখে রাজ্যের শঙ্কা। স্যার অ্যালেক্স ফার্গুসন যুগের পর ম্যানচেস্টার ইউনাইটেডের পার্মানেন্ট কোচদের মধ্যে রুবেন আমোরিমের পরিসংখ্যানই সবচেয়ে খারাপ।

ইতোমধ্যে পেরিয়ে গেছে ১০ মাস, এবার ফরোয়ার্ড লাইন সাজাতে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন। কিন্তু, এত কিছু করে উইন পার্সেন্টেজ মাত্র ৩৫ দশমিক ৫।

কঠিন সময় পার করতে হচ্ছে ম্যান ইউনাইটেডকে। দু’দিন আগেই ইংল্যান্ডের পেশাদার লিগের চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিতে হয়েছে। নতুন মৌসুমের ইপিএলে এখনও জয়ের মুখ দেখা হয়নি। বার্নলির বিপক্ষে ম্যাচটা তাই আত্মবিশ্বাস ফিরে পাবার।

প্রায় দেড় বছর আগে সবশেষ মুখোমুখি হয়েছিল দু’দল। সেবার ম্যানচেস্টার জায়ান্টদের রুখে দিয়েছিলো বার্নলি। এবার ইপিএলে প্রোমোশন পাওয়া দলটাকে ঘরের মাঠে আর সুযোগ দিতে চায় না রেড ডেভিলরা। শুরুর একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। বেশ কিছু ম্যাচে দলকে ডোবানো গোলকিপার আন্দ্রে ওনানার পরিবর্তে খেলতে পারেন আল্তে বেইন্দির। ডিফেন্সে ফিরতে পারেন ম্যাথিস ডি লিট, লুক শ’রা। ফার্স্ট ইলেভেনেই থাকতে পারেন বেনজামিন সেসকো।

এদিকে, ওয়েস্ট লন্ডন ডার্বিতে নামার আগে চেলসির ফুটবলাররা বেশ ফুরফুরে মেজাজে। আগের ম্যাচেই ওয়েস্ট হ্যামকে তারা উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ১০টিতে জিতেছে ব্লুজ। ফুলহ্যামের বিপক্ষেও জয়ের ধারায় থাকতে চাইবে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

আগের ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া কোল পালমার এ ম্যাচে থাকতে পারেন বিশ্রামে। তবে এনজো ফার্নান্দেজ, পেদ্রো নেতোরা ফর্মে থাকায় অনেকটা নির্ভার কোচ এনজো মারেস্কা। ১৮ বছর ১২০ দিন বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইপিএলে অ্যাসিস্টের রেকর্ড গড়া এস্তেভাও উইলিয়ানের দিকেও নজর থাকবে সবার।

অন্যদিকে বুন্দেস লিগায় রাজত্ব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে যেতে অগসবুর্গের আতিথ্য নেবে বায়ার্ন মিউনিখ। ঘরোয়া লিগে মৌসুমের প্রথম ম্যাচে লাইপজিগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। জার্মান কাপে হারিয়েছে উয়েহেন উইজবাডেনকে, সুপার কাপে হারিয়েছে স্টুটগার্টকে। প্রতিপক্ষের মাঠে সবশেষ ১২ ম্যাচে অপরাজিত বাভারিয়ানরা।

এ ম্যাচেও দলের বিধ্বংসী চেহারাই দেখতে চাইবেন কোচ ভিনসেন্ট কোম্পানি। আক্রমণভাগে গোলমেশিন হ্যারি কেইনের পাশাপাশি স্পটলাইট থাকবে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেয়া লুইস দিয়াজের ওপরও।

বাংলাদেশ সময়: ১১:৫০:০২   ৩ বার পঠিত  




খেলা’র আরও খবর


ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর পেনাল্টিতে বড় জয়ের শুরু আল নাসরের
মৌসুমে প্রথম জয়ের খোঁজে বার্নলির মুখোমুখি ইউনাইটেড
জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি
প্রীতির হ্যাটট্রিকে আবারো নেপালকে হারিয়েছে বাংলাদেশ
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে



আর্কাইভ