
বড় জয়ে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক তুলে নিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার (২২ আগস্ট) রাতে বুন্দেসলিগার ম্যাচে আরবি লাইপজিগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। কেইনের হ্যাটট্রিক ছাড়াও মাইকেল ওলিসে ২টি আর লুইস দিয়াজ ১টি গোল করেছেন।
দ্বিতীয়ার্ধে একাই তিন গোলে হ্যাটট্রিক তুলে এদিন হ্যারি কেইন নায়ক বনে গেলেও পুরো ম্যাচে মাঠে দ্যুতি ছড়িয়েছিলেন সার্জে গি-ন্যাব্রি। যদিও তিনি কোনো গোলের দেখা পাননি। তবে অবদান রেখেছেন অ্যাসিস্ট ও প্রি-অ্যাসিস্ট করে।
এদিন হাফ ডজন গোলে জিতলেও প্রথম গোলের দেখা পেতে বায়ার্নকে অপেক্ষা করতে হয়েছে ২৬ মিনিট পর্যন্ত। ২৭তম মিনিটে গি-ন্যাব্রির পাস বক্সে ঠিকঠাক দখলে নিতে ব্যর্থ হন জোসিপ স্ট্যানিসিক। তবে লাইপজিগের ডিফেন্ডাররাও ক্লিয়ার করতে ব্যর্থ হন। পেয়ে যান মাইকেল ওলিসে। জায়গায় দাঁড়িয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এ ফরাসি উইঙ্গার। চার মিনিট পর ব্যবধান ২-০ করেন দিয়াজ। হ্যারি কেইনের পাস এক ছোঁয়ায় দিয়াজকে পাস দেন গি-ন্যাব্রি। দখলে নিয়ে বক্সে ঢুকে জোরালো শট জাল কাঁপান কলম্বিয়ান উইঙ্গার।
৪০তম মিনিটেই বায়ার্নের ব্যবধান হতো পারতো ৩-০। তবে কপাল খারাপ ছিল গি-ন্যাব্রির। ডি-বক্স লাইন থেকে নেয়া তার জোরালো শট লাইপজিগের এক ডিফেন্ডারের শরীর স্পর্শ করে বারের উপরের অংশে লেগে বাইরে চলে যায়। নিজে গোল না পেলেও এদিন গোল তৈরিতে ভালো ভূমিকা রেখেছেন গি-ন্যাব্রি। এক মিনিট পরই সতীর্থের পাস দখলে নিয়ে ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ওলিসেকে পাস দেন তিনি। কিছুটা এগিয়ে বাঁ পায়ের কোণাকুণি শটে জাল খুঁজে নেন এ ফরাসি।
ম্যাচের বাকি সময়ের দৃশ্যপটে ছিলেন হ্যারি কেইন। ৬৪তম মিনিটে দিয়াজের পাস বক্সে পেয়ে এক ডিফেন্ডারের পাশ কাটিয়ে বল জালে জড়ান কেইন। নয় মিনিট পর ফের দিয়াজের পাস দখলে নিয়ে লাইপজিগের রক্ষণদেয়াল ভেদ করে বক্সের বাঁ কোণা থেকেই বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান কেইন। ৭৭তম মিনিটে কিম মিন-জে দ্রুত আক্রমণে উঠে বক্সে ঢুকে পাস দেন কেইনকে। ঠিকানা খুঁজে নিয়ে হ্যাটট্রিক আদায় করে নেন এ ইংলিশ স্ট্রাইকার। তাতে ৬-০ গোলের বড় জয়ে মৌসুম শুরু করে বায়ার্ন।
বাংলাদেশ সময়: ১৩:৫০:০৩ ৩ বার পঠিত