চেলসির হয়ে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান তরুণ

প্রথম পাতা » খেলা » চেলসির হয়ে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান তরুণ
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



চেলসির হয়ে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান তরুণ

কোল পালমারের ইনজুরিতে চেলসির শুরুর একাদশে সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড উইলিয়ান এস্তেভাও। প্রিমিয়ার লিগের ইতিহাসে ক্লাবটির সবচেয়ে কম বয়সী হিসেবে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি।

ব্রাজিলের ১৮ বছর বয়সী তরুণ উইঙ্গার এস্তেভাও। সবশেষ ক্লাব বিশ্বকাপেও তিনি চেলসির বিপক্ষে খেলেছেন। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরার্সের হয়ে কোয়ার্টার ফাইনালে ব্লুজের বিপক্ষে একটি গোলও করেছেন তিনি। যদিও ২-১ গোলের ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে যায় পালমেইরাস। তাতে অবশ্য মন খারাপ হওয়ার কথা নয় এস্তেভাও’র। কারণ ক্লাব বিশ্বকাপের আগেই তার ভবিষ্যত ঠিক হয়ে ছিল চেলসিতে।

গত জুনেই প্রতিভাবান এ তরুণকে দলে ভেড়ানোর খবর জানায় চেলসি। এ তরুণের পেছনে ক্লাবটি ব্যয় করে ৩৪ মিলিয়ন ইউরো। আগস্টে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন ক্লাবটিতে। নিজের মান রাখেন চেলসির হয়ে অভিষেক ম্যাচেই। প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন লেভারকুসেনের বিপক্ষে একটি গোল করে শুরু করেন চেলসি অধ্যায়। এরপর এসি মিলানের বিপক্ষে আরেক প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে নামলেও গোল বা অ্যাসিস্টে অবদান রাখতে পারেননি।

গত ১৭ আগস্ট ক্রিস্টিাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে অভিষেক হয় এস্তেভাও’র। তবে শুরুর একাদশে ছিলেন না, বদলি হিসেবে নেমেছিলেন। এ ম্যাচে অবশ্য দলের জন্য কোনো ভূমিকা রাখতে পারেননি।

দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষেও শুরুর একাদশে থাকার কথা ছিল না তার। তাকে বেঞ্চে রেখেই পরিকল্পনা সাজিয়েছিল চেলসি কোচ। কিন্তু কপাল খুলে যায় ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় কোল পালমার চোটে পড়ায়। সুযোগ পেয়ে যান এস্তেভাও।

ম্যাচের ৩৪তম মিনিটে দারুণ এক অ্যাসিস্ট করেন তিনি। সতীর্থের পাস দখলে নিয়ে দ্রুত ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান তরুণ। এরপর পেনাল্টি এরিয়ায় ঢুকে গোলমুখে পাস দেন এনজো ফার্নান্দেজকে। বাকিটা সেরে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার। এই অ্যাসিস্টে চেলসির হয়ে ইতিহাস গড়েন এস্তেভাও। ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থা- ওপটার দেওয়া তথ্যমতে, প্রিমিয়ার লিগের ইতিহাসে চেলসির হয়ে সবচেয়ে কমবয়সী হিসেবে অ্যাসিস্ট করেছেন এস্তেভাও। এসময় তার বয়স ১৮ বছর ১২০ দিন।

এস্তেভাও’র সামনে এদিন সুযোগ ছিল স্কোরবোর্ডেও নাম লেখানোর। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তারপরও তার দল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। গোল করতে না পারলেও এদিন ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এস্তেভাও।

এবার দেখার অপেক্ষা, প্রিমিয়ার লিগের ক্যারিয়ারটা কতটা উজ্জ্বল করতে পারেন এ তরুণ ব্রাজিলিয়ান।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৪৪   ৩ বার পঠিত  




খেলা’র আরও খবর


কেইনের হ্যাটট্রিকের দিনে বড় জয়ে মৌসুম শুরু বায়ার্নের
ওয়েস্ট হ্যামকে উড়িয়ে মৌসুমের প্রথম জয় পেল চেলসি
চেলসির হয়ে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান তরুণ
ব্যাটিং ব্যর্থতায় দ. আফ্রিকার কাছে হেরে সিরিজ খোয়ালো অস্ট্রেলিয়া
এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ



আর্কাইভ