শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

সাংস্কৃতিক জোটের নতুন সাধারণ সম্পাদক দীনাকে আনোয়ার হোসেনের অভিনন্দন

প্রথম পাতা » ছবি গ্যালারি » সাংস্কৃতিক জোটের নতুন সাধারণ সম্পাদক দীনাকে আনোয়ার হোসেনের অভিনন্দন
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



সাংস্কৃতিক জোটের নতুন সাধারণ সম্পাদক দীনাকে আনোয়ার হোসেনের অভিনন্দন

ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক দীনা তাজরীনকে অভিনন্দন জানিয়েছে মহানগর বিএনপির যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন আনু।

শুক্রবার (২২আগস্ট) আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পরীক্ষণ হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এক অভিনন্দন বার্তায় ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র সংগ্রাম পরিষদের সাহসী ছাত্রদল নেতা আনোয়ার হোসেন আনু বলেন,জুলাই আগস্টের বিপ্লবকে লালন করে বৈষম্যবিরোধী ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

তিনি নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলনে ১৩ সদস্যের কার্যকরী কমিটি এবং ৩ সদস্যের উপদেষ্টা কমিটির সকল সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সম্মেলনে মনি সুপান্থকে সভাপতি ও দীনা তাজরীনকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ১৩ সদস্যের কার্যকরী কমিটি এবং ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৩১:২৯   ৭ বার পঠিত