শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

উইজডেনের ২১ শতকের সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় দুটি বাংলাদেশের

প্রথম পাতা » খেলা » উইজডেনের ২১ শতকের সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় দুটি বাংলাদেশের
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



উইজডেনের ২১ শতকের সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় দুটি বাংলাদেশের

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন সম্প্রতি ২১ শতকের ১৫টি সেরা টেস্ট সিরিজ বাছাই করেছে। যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি সিরিজ। যার একটি সফলতার, আরেকটি ব্যর্থতার।

উইজডেন, ক্রিকেটের একটি বিখ্যাত বার্ষিক প্রকাশনা। যুক্তরাজ্য থেকে প্রকাশিত এ প্রকাশনায় জায়গা পায় ক্রিকেটের বিভিন্ন পরিসংখ্যান, ঐতিহাসিক তথ্য এবং নিবন্ধ। গত ৭ আগস্ট উইজডেন তাদের ওয়েবসাইটে ২১ শতকের ১৫টি সেরা টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়গা পেয়েছে বাংলাদেশেরও দুটি সিরিজ। দুটিই ঘরের মাঠে। একটি ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে, অন্যটি ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্য ঐতিহাসিক। চট্টগ্রামে ওই সিরিজের প্রথম ম্যাচটিতে জয়ের খুব কাছে গিয়েও মাত্র ২২ রানে হেরেছিল বাংলাদেশ। ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। একপ্রান্তে সাব্বির রহমান ৬৪ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার কেউ ছিল না। অথচ দলের খাতায় যখন ২২৭ রান, তখনো হাতে ছিল ৪ উইকেট।

চট্টগ্রামে সে হারের আক্ষেপ অবশ্য মিরপুরে মিটিয়েছিল বাংলাদেশ। আগের ম্যাচের বিপরীত চিত্র দেখা গিয়েছিল এ ম্যাচে। ইংল্যান্ডের জয় কেড়ে নিয়েছিল টাইগাররা। ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের চা বিরতির আগে বিনা উইকেটে ১০০ রান তুলেছিল সফরকারীরা। এরপর বল হাতে জাদু দেখান মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। দুজনের ঘূর্ণিতে কুপোকাত হয়ে পরবর্তী ৬৪ রানের মধ্যে সব কটি উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। ১০৮ রানের বড় জয় পায় লাল সবুজরা। ইংলিশদের বিপক্ষে এখন পর্যন্ত টেস্টে এটি বাংলাদেশের একমাত্র জয়। সিরিজ শেষ হয় ১-১ ব্যবধানে। উইজডেনে সেরা ১৫ সিরিজের তালিকায় এটি জায়গা করে নিয়েছে সবার শেষে।

বাংলাদেশের অপর সিরিজটি জায়গা করে নিয়েছে তালিকার সাতে। ২০২১ সালে করোনার বাধ্যবাধকতার মধ্যে দুটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল উইন্ডিজ। রুদ্বশ্বাস লড়াইয়ে দুই ম্যাচে টাইগারদের থেকে জয় ছিনিয়ে নিয়েছিল উইন্ডিজ। এর মধ্যে চট্টগ্রামে প্রথম ম্যাচটি একাই উইন্ডিজকে জিতিয়েছিলেন কাইল মেয়ার্স। ৩৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১০ বলে তার অপরাজিত ২১০ রানের ইনিংসে শেষ দিনে ৩ উইকেটে জয় পেয়েছিল উইন্ডিজ।

এরপর মিরপুরে দ্বিতীয় ম্যাচে মাত্র ২৩১ রানের লক্ষ্যে পেয়েও হারে লাল সবুজরা। রাকিব কর্নওয়াল, জমেল ওয়ারিক্যান ও ক্রেইগ ব্রাফেটের তোপে ২১৩ রানে থামে টাইগাররা। ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। ২০১২-১৩ মৌসুমের পর প্রথম এশিয়ার বাইরের কোনো দল হিসেবে বাংলাদেশে সিরিজ জেতে উইন্ডিজ।

উইজডেনের এ তালিকায় সবার শীর্ষে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া বনাম ভারতের ২০২০-২১ মৌসুমের সিরিজটি। যেখানে ভারতের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল অজিরা। দুইয়ে জায়গা পেয়েছে ২০০৫ সালের অ্যাশেজ সিরিজ। সম্প্রতি ভারত-ইংল্যান্ডের মধ্যকার অ্যান্ডরসন-টেন্ডুলকার সিরিজটি আছে তালিকার পাঁচে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৫০   ৪ বার পঠিত