বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস জোতার পরিবারকে দিল চেলসি

প্রথম পাতা » খেলা » ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস জোতার পরিবারকে দিল চেলসি
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫



ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস জোতার পরিবারকে দিল চেলসি

ক্যারিয়ারকে অন্য পর্যায়ে যখন নিয়ে যাওয়ার সময় ঠিক তখনই হারিয়ে গেলেন দিয়োগো জোতা। একেবারে চিরতরের জন্য। ছোট ভাই আন্দ্রে সিলভার সঙ্গে স্পেনে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় পরপারে পাড়ি জমান জোতা।

২৮ বছর বয়সী ফরোয়ার্ডের অকাল মৃত্যুতে ফুটবলে নেমে আসে শোকের ছায়া।
অথচ, মারা যাওয়ার দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন লিভারপুলের স্ট্রাইকার। এই জুটির রয়েছে তিন সন্তান। তাদের দেখভালের জন্যই এবার দারুণ এক উদ্যোগ নিয়েছে চেলসি।

ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার বোনাসের একটা অংশ জোতা ও তার ভাই সিলভার পরিবারের জন্য দান করছে চেলসি।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, খেলোয়াড়-কোচদের প্রত্যেককে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮০ লাখ টাকা বেশির আর্থিক অনুদান দিয়েছে, যা সবমিলিয়ে ১৮৮ কোটি ৫ লাখ ৩৭ হাজার টাকা।

সর্বশেষ ক্লাব বিশ্বকাপে পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি। নিউ জার্সির ফাইনালে শিরোপা জিতে সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা পায় পশ্চিম লন্ডনের ক্লাবটি।

স্পেনের জামোরা প্রদেশে গত ৩ জুলাই গাড়ি দুর্ঘটনায় মারা যান জোতা ও সিলভা।
পর্তুগিজ ফরোয়ার্ডের প্রতি শ্রদ্ধা জানিয়েই সম্প্রতি অ্যানফিল্ডের সামনে তার ভাস্কর্য তৈরির ঘোষণা দিয়েছে লিভারপুল। সঙ্গে অলরেডদের হয়ে পরা ‘২০’ নম্বর জার্সিকে চিরদিনের জন্য অবসরে পাঠিয়েছে তারা। ২০২০ সালে লিভারপুলে যোগ দেন ২৮ বছর বয়সী তারকা। বর্তমান লিগ চ্যাম্পিয়নদের হয়ে সবমিলিয়ে ১৮২ ম্যাচ খেলে ৬৫ গোল করেছেন। জাতীয় দলের হয়ে করেছেন ৪৯ ম্যাচে ১৪ গোল।

বাংলাদেশ সময়: ১৭:১০:০৭   ৪ বার পঠিত