দাউদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোতালিবকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলন দমাতে কাঞ্চন সেতুর কাছে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগ রয়েছে। রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের ২ অক্টোবর মোতালিবসহ ১৫০-২০০ জন অস্ত্র ও ককটেল নিয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং মূল্যবান সামগ্রী লুট করে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, “দাউদপুরের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোতালিবকে র্যাব-১ গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।”
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৯ ২ বার পঠিত