পুরুষরাও পুরুষতন্ত্রের শিকার, বললেন ফাতিমা সানা শেখ

প্রথম পাতা » ছবি গ্যালারি » পুরুষরাও পুরুষতন্ত্রের শিকার, বললেন ফাতিমা সানা শেখ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



পুরুষরাও পুরুষতন্ত্রের শিকার, বললেন ফাতিমা সানা শেখ

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। আমির খানের প্রাক্তন প্রেমিকা হিসেবেও সকলের কাছে পরিচিত তিনি। লিঙ্গ সমতা নিয়ে আগেও বহুবার কথা বলেছেন ফাতিমা। এবার জানালেন, শুধু নারীরাই নন, পুরুষরাও অনেক সময় পুরুষতন্ত্রের শিকার হন।

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে একজন প্রগতিশীল বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে তাকে, যেখানে তার বিপরীতে ছিলেন আর মাধবন।

ছবির গল্প ঘিরে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রসঙ্গে ফাতিমা বলেন, ‘বিষাক্ত সম্পর্কে পুরুষেরাও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হল, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাদের নিয়ে হাসাহাসি করা হয়। এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।’

সম্পর্কে দু’জনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, ‘সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারী সত্ত্বা ধরে রাখতে চাই।

আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তার মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনোই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলির জন্যই আমরা পরস্পরকে ভালোবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি।’

ফাতিমা ১৯৯৭ এ নির্মিত কামাল হাসানের চলচ্চিত্র ‘চাচী ৪২০’-এ অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি যথাক্রমে কমেডি চলচ্চিত্র বিট্টু বস (২০১২), রোমান্টিক চলচ্চিত্র আকাশ বাণী (২০১৩) এবং অনুপ্রেরণমূলক চলচ্চিত্র দঙ্গল (২০১৬) অভিনয় করেন।

বাংলাদেশ সময়: ১১:১১:১২   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আমাদের দেশের সমস্যা অন্যকেউ এসে সমাধান করে দিবে না - জেলা প্রসাশক
৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল
অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকান্ডের বিচারে কোন দুর্বলতা দেখাবে না : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা
প্রযুক্তি ব্যবহারে বাস্তবতা যাচাই জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ



আর্কাইভ