পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারি » পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

জেলার সদর ও তেঁতুলিয়া উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তাদের আটক করে আজ বৃহস্পতিবার দুপুরে ১০ জনকে পঞ্চগড় থানায় ও ৭ জনকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে ভোরে সদরের হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া এবং তেতুঁলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী।

বিজিবি সূত্রে জানা যায়, হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ২ নম্বর সাব-পিলার এবং ভজনপুর সীমান্তের পিলার ৭৩৯/২০-আর এলাকা দিয়ে এসব ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করা হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া বিওপি টহল দল বাঙ্গালপাড়া সীমান্ত দিয়ে আসা ১০ জনকে আটক করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। তেঁতুলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৭ জনকে বিজিবি আটক করে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, পুশইন হওয়া ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই চলছে।

বাংলাদেশ সময়: ১৮:০৮:২৬   ৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


দক্ষিণপন্থা জুজুর ভয় দেখিয়ে জনগণকে বোকা বানানো যাবে না: নাসীরুদ্দীন
সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা
ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া
রাত পেরিয়ে সকালেও শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান
ইতিহাসের এই দিনে



আর্কাইভ