বিদেশে সার্জারির সিদ্ধান্ত নাকচ করেছেন জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিদেশে সার্জারির সিদ্ধান্ত নাকচ করেছেন জামায়াত আমির
বুধবার, ৩০ জুলাই ২০২৫



বিদেশে সার্জারির সিদ্ধান্ত নাকচ করেছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম।

জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম জানান, দলীয়ভাবে জামায়াত আমিরকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল।
কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, ‘সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।
এর ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে তার হার্টে ৩টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।’

তিনি আরো জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৫৬   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ
ঋণ প্রবৃ‌দ্ধির লক্ষ্য ক‌মিয়ে অপরিবর্তিত নীতি সুদহার
গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায় : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই শুনবেন : আইন উপদেষ্টা
আগামী ৫-৬ দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব



আর্কাইভ