
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শহীদদের স্মরণে আজ সকালে রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে ”সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা তাদের জীবনের তাজা রক্ত ঢেলে না দিলে আমরা স্বাধীন হতাম না। রাজবাড়ীর শহীদ সাগরের জীবন থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। শহীদদের আত্মত্যাগে বলিয়ান হয়ে আগামী দিনের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে প্রতিবাদ করার যোগ্যতা অর্জন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া হক।
এ অনুষ্ঠানে জেলা সদরের ৬৭টি মাধ্যমিক স্কুল, সিনিয়র মাদ্রাসা ও কলেজের ২০১ জন প্রতিযোগী অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের ব্যতিক্রমী আয়োজনে আমরা অত্যন্ত আনন্দিত।
একাডেমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা আমাদের চিন্তা চেতনাকে আরো উজ্জীবিত করে তুলবে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:২২ ৪ বার পঠিত