
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত দুই যাত্রীর কাছ থেকে ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট ও ৯২০ পিস আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে দুই যাত্রী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম আসেন। এরপর তাদের ব্যাগেজ তল্লাশি করে এসব মালামাল জব্দ করেন কাস্টমস এবং বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা কর্মকর্তারা।
অভিযুক্তরা হলেন-ফেনীর ছাগলনাইয়া উপজেলার নূরনবী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিজানুর রহমান। তাদেরকে প্রথমে আটক করা হলেও পরে পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা এবং পাকিস্তানি ডিউ ক্রিমের মূল্য ৩ লাখ ২২ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৮:০৫:৩৬ ৪ বার পঠিত