আমি নারায়ণগঞ্জবাসীর হক আদায়ের চেষ্টা করছি: মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারি » আমি নারায়ণগঞ্জবাসীর হক আদায়ের চেষ্টা করছি: মাসুদুজ্জামান
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



আমি নারায়ণগঞ্জবাসীর হক আদায়ের চেষ্টা করছি: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “নারায়ণগঞ্জের মানুষের আমি মাসুদের কাছে কিছু হক আছে। আমি কাউকে কিছু দেই না, এটা আপনাদের অধিকার—আমি শুধু হক আদায় করছি।”

তিনি বলেন, “আমার সিএসআর হোক, ব্যক্তিগত যা কিছু আছে সবই আপনাদের। আমি বাইরে যাই না, নারায়ণগঞ্জেই থাকি, আপনাদের পাশে থাকতে চাই, জীবন দিয়ে চেষ্টা করবো পাশে থাকার।”

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে খানপুর ডন চেম্বার এলাকার ফিলোসোফিয়া স্কুল অডিটরিয়ামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জনকে ২০ হাজার টাকা করে চেক প্রদান করেন তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, “ঐক্যের বিকল্প নেই। নিজের ঘরে ভাঙাভাঙি করবেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পথ এখনো অনেক বাকি। জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্য অপরিহার্য। আমরা একে অপরকে দোষারোপ না করে দলকে শক্তিশালী করি।”

প্রয়াত মহানগর বিএনপি সদস্য মাহমুদুর রহমান স্মরণ করে মাসুদ বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের মিছিলে শহীদ হয়েছেন তিনি। তিনি আমাদের সাহস যুগিয়েছেন। গণতন্ত্র এখনও ফিরে আসেনি, চ্যালেঞ্জ রয়ে গেছে। সুশীল সমাজ এবং জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে এই আন্দোলন চালিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “দেশ আজ গভীর ষড়যন্ত্রের শিকার। সরকারের গোয়েন্দা সংস্থার রিপোর্টেই এসেছে—জুলাই-আগস্টের পর ষড়যন্ত্র চলছে, নাশকতার পরিকল্পনা রয়েছে। তাই নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, মহল্লা-মহল্লায় সতর্ক দৃষ্টি রাখতে হবে।”

মাসুদুজ্জামান মাসুদ সমর্থক গোষ্ঠীর ব্যানারে উপস্থিত ছিলেন, মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানের ভাই মো. শামীম আহমেদ, মডেল গ্রুপের জিএম (ডেভেলপমেন্ট) মনির হোসেন সরদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, মহাবুবউল্লাহ তপন, বিল্লাল হোসেন, শহীদুল ইসলাম রিপন, ফারুক আহাম্মেদ রিপন, শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, অহিদুল ইসলাম ছক্কু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান জুলহাস, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা প্রমুখ।

চেক বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ও সঞ্চলনায় ছিলেন সদস্য ফারুক আহাম্মেদ রিপন।

চেক বিতরণ শেষে প্রয়াত মহানগর বিএনপির সদস্য মাহমুদুর রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাসুদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২২:২৫:৫৬   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
লন্ডনে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ সম্মাননা পেলেন আবিদা ইসলাম
এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সুনামি সতর্কতা, ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হতে পারে প্রভাব
৩ আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে করবে ছাত্রদল



আর্কাইভ