ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ৫
বুধবার, ৩০ জুলাই ২০২৫



ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে রয়েল পরিবহনের বাসের ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ২টার দিকে উপজেলার দুগাছি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, ঢাকা থেকে বেনাপোলগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। ঘটনার পরপরই শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম বা গতি নিয়ন্ত্রণে ব্যর্থতা থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। দুর্ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪৭   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নুসরাতের মতো অনেকেই বুক পেতে দাঁড়ান পুলিশের প্রিজন ভ্যানের সামনে
মাদরাসাপড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা রিকশাচালকের, অতঃপর…
ঢামেক থেকে ভুয়া চিকিৎসক ও তার সহযোগী আটক
পুরুষরাও পুরুষতন্ত্রের শিকার, বললেন ফাতিমা সানা শেখ
নিষেধাজ্ঞা থেকে ফিরেই জোড়া অ্যাসিস্ট করলেন মেসি



আর্কাইভ