নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

প্রথম পাতা » ছবি গ্যালারি » নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের পেছনে অপর আরেকটি ট্রাকের ধাক্কায় আবু সাঈদ নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল হকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কাছিকাটা টোল প্লাজার সামনে রাজশাহীগামী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পিছন দিক থেকে অপর একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার আবু সাঈদ নিহত হন।

এসময় ট্রাকচালক নাসিম উদ্দিনও গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে আহত ট্রাকচালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:৩২:৫২   ৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আমাদের দেশের সমস্যা অন্যকেউ এসে সমাধান করে দিবে না - জেলা প্রসাশক
৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল
অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকান্ডের বিচারে কোন দুর্বলতা দেখাবে না : গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা
প্রযুক্তি ব্যবহারে বাস্তবতা যাচাই জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ



আর্কাইভ