
হেফাজতে ইসলাম বাংলাদেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নগরীর একটি হোটেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুফতি বশির উল্লাহ বলেন, ‘আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু আলেম ওলামার ত্যাগের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তিক করার চেষ্টা করা হলে আমরা তা রুখে দিবো।’
তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, ‘চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে আপনাদেরকেও বিতাড়িত করবে।’
তিনি বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একচুল ছাড় দেব না। আমরা ভারতের আধিপত্য চাই না, আমরা আমেরিকার গোলামিও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে বাংলাদেশে পশ্চিমা আধিপত্য আমরা মেনে নেব না।
কথিত নারী কমিশনের নারী সংস্কার বাস্তবায়ন হলে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপি বলেন, হেফাজতকে রাজনীতি ও নির্বাচনের স্বার্থে ব্যবহার করা হবে কি-না সেটি নিয়ে সংশয় রয়েছে। তিনি হেফাজতের কেন্দ্রীয় নেতাদেরকে সংগঠনের ভেতরে বিভক্তি দূর করার আহ্বান জানান।
পরে রাজশাহী মহানগর ও জেলার কমিটি ঘোষণা করেন তিনি। এতে মহানগর কমিটির সভাপতি করা হয়েছে মুফতি হুসাইন ও জেলা কমিটির সভাপতি করা হয় মাওলানা শহীদুল ইসলামকে। এছাড়া মহানগর সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আব্দুস সবুর সিরাজী ও জেলা সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ইমরান উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৬:৪০:০৯ ৫ বার পঠিত